অলিউল হক ডলার:
নাচোলে ফুজিসান জাপানিজ লাঙ্গয়েজ স্কুলের উ
অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৪টায় নাচোল থানা গেটের দক্ষিণ পাশে হালিমের বাসায় ফুজিসান জাপানিজ লাঙ্গয়েজ স্কুলের উদ্বোধন করা হয়। প্রশিক্ষক আরিফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমান, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলারসহ অন্যান্যরা। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাঁকরইল জামে মসজিদের ইমাম মাওঃ হারুন অর রশিদ। নাচোল শাখার ব্যবস্থাপক আরিফ জানান, এইচএসসি পাশ বেকার যুবক যুবতিরা এই প্রশিক্ষণ গ্রহন করে স্বপ্নের দেশ জাপানে আত্মকর্মসংস্থানের সুযোগ নিতে পারবে।