1. dollarnachole@gmail.com : মুক্ত কন্ঠ : মুক্ত কন্ঠ
  2. info@www.muktokantho.online : মুক্ত কন্ঠ :
রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নাচোলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার কামাল উদ্দিন এর যোগদান নাচোলে জাতীয় ফল মেলা/২০২৫ এর উদ্বোধন নাচোলে সুতিহার দিঘি’র লীজ বাতিল করে পুনরায় লীজ প্রদানের জন্য মানববন্ধন ও স্মারকলিপি প্রদান নাচোলে ভ্যানচালক রাজু হত্যায় জড়িত ৩জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ নাচোলে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ নাচোলে মাহতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে চক্ষু ক্যাম্প অনুষ্টিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বাস্থ্য সহকারীদের ছয় দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন নাচোলে দুই জন সার ডিলারকে ৮০ হাজার জরিমানা সাংবাদিক সেলিমকে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য মনোনীত করায় নাচোল প্রেস ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন নাচোলে এআই এবং সাইবার সিকিউরিটি সচেতনায় সেমনিার অনুষ্ঠিত।

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

জারিফ হোসেন চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোনো চিন্তা নাই।’ দিবসটি পালনে জেলা লিগ্যাল এইড কমিটি নানান কর্মসূচির আয়োজন করে।

সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালত প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।

পরে জেলা জজ আদালত প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুস সামাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম সাহিদ, আইনজীবী সমিতির সভাপতি মহম্মদ ইসহাক, সাধারণ সম্পাদ মোহাঃ মাহমুদুল ইসলাম কনক, পাবলিক প্রসিকিউটর আব্দুল ওয়াদুদসহ জেলার বিভিন্ন উর্দ্ধতন সরকারি কর্মকর্তাগণ।

র‌্যালী শেষে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সভায় সভাপতিত্ব করেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার মোঃ আবু সাঈদ।

এছাড়াও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ হায়দার আলী খোন্দকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ.কে.এম জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম সাহিদ, আইনজীবী সমিতির সভাপতি মহম্মদ ইসহাক, সাধারণ সম্পাদ মোহাঃ মাহমুদুল ইসলাম কনক, পাবলিক প্রসিকিউটর আব্দুল ওয়াদুদ প্রমুখ।

উক্ত সভা সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তহমিনা খাতুন।

আলোচনা সভায় মোঃ মনিরুল ইসলাম ও মোছাঃ সাহিদা খাতুন বিচারপ্রার্থী লিগ্যাল এইড অফিসের আইনী সেবার বিষয়ে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

আলোচনা সভায় ইউসুফ আলী ইমন ও মোসাঃ বিলকিস খাতুনকে সেরা প্যানেল আইনজীবী ক্রেস্ট প্রদান করা হয়।

এছাড়াও আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ বিচার বিভাগের সকল বিচারক, জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আইন পেশায় নিযুক্ত ব্যক্তিরা অংশ নেন।

নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ২০০০ সালে জেলা আইনগত সহায়তা প্রদান আইন প্রনয়ণ করা হয় এবং উক্ত আইনের মাধ্যমে সুপ্রীমকোর্ট, জেলা, উপজেলা ও ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়। জনসাধারণকে সচেতন করতে ২০১৩ সাল থেকে লিগ্যাল এইড দিবস পালন করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট