নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় নাচোল ইপজেলা মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সবাপতিত্বে উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, মতিউর রহমান, হাবিবুল্লাহ সিপন, পৌরসভার কাজী কামরুল ইসলামসহ অন্যান্যরা। সভায় পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা দ্রুত কাজ সমাপ্তকরন, বাসস্ট্যান্ড মোড়ে যানজট নিরসন, বাল্যবিয়ে নিরোধ, নেসকোর নাচোল সাব অফিসে লোকবল পদায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।