নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আওয়ামীলীগ নেতা মরহুম ইয়াসিন আলীর ছেলে খায়রুল ইসলামের জানাজার সম্পন্ন হয়েছে। মৃতের পারিবারিক সূত্রে জানাগেছে, গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ঃ০০ টার সময় সালালপুর তার নিজ লিচুবাগান পরিদর্শনকালে তিনি স্টক করে পড়ে গেলে তাৎক্ষণিক এলাকাবাসী ও তার আত্মীয়-স্বজনরা চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকেমমৃত বলে ঘোষণা করেন। শুক্রবার বেলা দশটার সময় সালালপুর গ্রামের আম বাগানে তার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃতকালে তিনি দুই স্ত্রী এক ছেলে ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুম এর আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।