নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার কর্মকর্তাদের সাথে ডাসকো ফাউন্ডেশনের বেইজ লাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা মিনি কন্সফারেন্স রুমে ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে ও দাতা সংস্থা হেকস এর থ্রাইভ প্রকল্পের সহযোগীতায় উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শুরুতে ডাসকো ফাউন্ডেশনের মনিটরিং অফিসার আলতাফুর রহমান থ্রাইভ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ধারনা, প্রকল্প অংশগ্রহনকারী সরকারী বিভিন্ন দপ্তর সমূহের সাথে সম্পর্ক উন্নয়ন, প্রকল্প এলাকার ভিত্তিক জরিপ শেয়ার করা, এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে একযোগে কাজ করা, সুধীজনের মতামত ও পরামর্শ গ্রহন এবং সঠিক পরিকল্পনা গ্রহনের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন কিভাবে করা যায় সে বিষয়ে মতামত চেয়ে নাচোল উপজেলা প্রান্তিক জনগোষ্ঠীর বেইজ লাই সার্ভের প্রাপ্ত তথ্য তুলে ধরেন। পরে উন্মমুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ কাওসার আলী, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতি মাহাতো, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, পিআইও দুলাল উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মাহবুব, নাচোল থানার এসআই মোঃ তারেক, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান রাফিন, টেকনিক্যাল অফিসার আনোয়ার হোসেন। এছাড়া উপকারভোগীদের মধ্যে বক্তব্য রাখেন সিলভিয়া, কল্পনা মাহাতো, চম্পা রানী।