অলিউল হক ডলার:
নাচোলে এসেডো ও গণসাক্ষরতা অভিযান এর যৌথ আয়োজনে দুইদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা বিআরডিবি হলরুমে এসেডো ও গণসাক্ষরতা অভিযান আয়োজনে জিপিই এর সহযোগিতায় অংশীজনদের নিয়ে দুইদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। শতভাগ শিশুকে মানসম্মত শিক্ষার আওতায় নিয়ে আসার জন্য নানাবিধ কার্যক্রম পরিচালনাও নীতিনির্ধারণী পর্যায়ে এডভোকেসি করার লক্ষ্যে একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মানসম্মত শিক্ষার অন্যতম স্তর হলো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা। যেখানে শিশুর বেড়ে ওঠার জন্য শারীরিক ও মানসিক যত্ন, উপযুক্ত পরিবেশ ও নিরাপত্তা বিষয়ে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। বাংলাদেশে শিশুর নিরাপদে বেড়ে ওঠার একটি অন্যতম প্রতিবন্ধকতা হলো স্কুল হতে ঝরে পড়া ও বাল্য বিবাহ। এ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে শিক্ষা সম্পর্কিত স্থানীয় সমস্যা সমাধানে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে সমন্বিতভাবে কাজ করা যায় এজন্য এসেডো ও গণসাক্ষরতা অভিযান এর কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ, গার্লস ফোরাম, ইয়ুথ গ্রুপ এর সদস্যদেের নিয়ে দুইদিনব্যাপী কর্মশালাটি পরিচালনা করছে।
কর্মশালা উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন এসেডোর নির্বাহী পরিচালক রবিউল আলম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নিবার্হী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ম্যাধমিক শিক্ষা আফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা প্রাথমিক শিক্ষা আফিসার মৃনাল কান্তি সরকার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, নাচোল ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শফিকুল ইসলাম, গণসাক্ষরতা অভিযান ঢাকার প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ, সিনিয়র ডেপুটি ম্যানেজার (ফিন্যান্স & একাউন্টস) খলিলুর রহমান, প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, এসেডোর ফিন্যান্স & এডমিন ম্যানেজার আজাহার আলী, ফিল্ড কো-অর্ডিনেটর মোছা: ডেইজী খাতুন ও সুমি খাতুন। উক্ত কর্মশালায় অর্ধশতাধিক অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন।