নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার ওসির বিরুদ্ধে বিএনপি নেতার ভাই সাবেক ছাত্রদল নেতাকে মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। একই মামলায় এক মুদি ব্যবসায়ীকেও মামলায় জড়ানো হয়েছে। এসব মামলায় জড়ানোর প্রতিবাদ জানিয়েছে বিএনপিসহ সাধারণ লোকজন।
সূত্রে জানা গেছে, গত ১৭মার্চ উপজেলার ফতেপুর ইউপির সানপুর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে আব্দুল লতিব বাদী হয়ে নাচোল থানায় ৩৭জনের নাম উল্লেখ করে চাঁদাবাজি ও বিস্ফোরক মামলা করেন। এ মামলায় আওয়ামীলীগের অনেক নেতাকর্মী আসামি রয়েছে। তবে এ মামলায় নাচোল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান শফিকুল ইসলামের ছোট ভাই ও নাচোল সরকারি ডিগ্রী কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল ইসলামকে ৩৩নং আসামি করা হয়েছে। একই মামলায় পৌরসভার মুদি ব্যবসায়ি সাহেবকেও জড়ানো হয়েছে। এসব মামলার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যুবদল, স্বেচ্ছাসেবক ও বিএনপি নেতারা তীব্র প্রতিবাদ জানিয়েছে। প্রয়োজনে থানা ঘেরাও করার কথাও জানিয়েছে অনেক বিএনপি নেতা।
বিএনপি নেতা ও সদর ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, এই ওসি যোগদানের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের না ধরে উল্টো বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। এসব মামলা প্রত্যাহার না করা হলে ওসির বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হব।
উপজেলা যুবদলের এক নেতা বলেন, ওসি যোগদানের পর থেকে নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা দিচ্ছে। এসব মামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এসব মামলা প্রত্যাহার করা না হলে থানা ঘেরাও করে প্রতিবাদ জানানো হবে। এ বিষয়ে মামলার বাদী লতিবের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম বলেন, গত ১৭ মার্চ নাচোল থানায় একটি মামলা হয়। সেই মামলাটা আমি ভালোভাবে দেখিনি। পরে শুনছি যে বিএনপির লোকজন মামলায় রয়েছে।
তিনি বলেন, যারা নিরাপদ মানুষ তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে। মামলা নিয়ে কারো ভয় পাওয়ার দরকার নাই।