নাচোল প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে একটি বর্নাঢ্য শোভাযাত্রা নাচোল উপজেলা থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নাচোল ডাক বাংলোয় আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ- ২আসনের বিএনপি দলীয় মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুস সালাম তুহিন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য গনি আমিন চৌধুরি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহম্দে, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিরুল ইসলাম, সাবেক ছাত্রনেতা আসগার হাসান রোমিও, ছাত্র নেতা অনিক ও কাফেক। বক্তরা বিগত ফ্যাসিস সরকারে কুকর্মের কথা তুলে ধরেন সেই সাথে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের পক্ষে কাজ করার জন্য নেতা কর্মীদের উদাত্ত আহবান জানান অনুষ্ঠানের প্রধান আতথি আব্দুস সালাম তুহিন ও অনুষ্ঠানের সভাপতি আবু তাহের খোকন।