নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় ফল মেলা/২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী জাতীয় ফল মেলার/২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এবারের জাতীয় ফল মেলার প্রতিপাদ্য বিষয় “দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই”। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের প্রতিটি মানুষকে পুষ্টিকর খাবার পৌঁছে দিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। বর্তমানে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক ফলের চাহিদা যেখানে ২০০ গ্রাম, সেখানে আমরা খাচ্ছি মাত্র ৫৫-৬০ গ্রাম। এই ব্যবধান কমাতে ফলের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জনগণকে ফল খাওয়ায় অভ্যস্ত করতে হবে। চালের উৎপাদনে আমরা যেমন বিপ্লব করেছি, তেমনি ফল উৎপাদনও বিপ্লব ঘটাতে চাই। দেশি ফল যাতে বিলুপ্ত না হয়, সে জন্য এর জার্মপ্লাজম সংরক্ষণের কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি মেলার স্টল পরিদর্শণ করেন এবং ফল উৎপাদনে প্রযুক্তিগত অগ্রগতির প্রশংসা করেন। দর্শনার্থীরা বিভিন্ন ধরনের দেশি ফল ও ফল চাষ প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি রাসায়নিকমুক্ত ফল ক্রয়ের সুযোগ পাচ্ছেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুণ নূর, রায়হানুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : অলিউল হক ডলার, মোবাইল: ০১৭১৮-৩১৯৫৭১
বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
নাচোল বাজার, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত