অলিউল হক ডলার:
রাজশাহী জেলার তানোর উপজেলার গোল্লাপাড়া বাজারে তানোর সাংবাদিক কল্যান তহবিলের উদ্যোগে বানিজ্য মেলায় লটারির নামে চলছে নামে চলছে জুয়ার রমরমা কারবার। আজ দুপুর ১টায় নাচোল গার্লস স্কুল গেটে আনুমানিক ৩০টা লটারির গাড়ি লটারীসহ দাড়িয়ে থাকতে দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক অটো চালক বলেন, আমরা গরীব মানুষ পেটের দায়ে গাড়ি চালায়। টাকা পেয়েছি তাই গাড়ি চালাচ্ছি। নাচোল উপজেলার সহজ সরল মানুষকে আকর্ষণীয় ও দামী পুরস্কারের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে সর্ব শান্ত হবে সাধারণ মানুষ।
নাচোলের কিছু সাংবাদিককে ম্যানেজ করে লটারি কার্যক্রম চালাচ্ছে বলে জানা গেছে। এ বিষয়ে নাচোল উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সাথে মুঠো যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, বিষয়টি আমি অবহিত হয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : অলিউল হক ডলার, মোবাইল: ০১৭১৮-৩১৯৫৭১
বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
নাচোল বাজার, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত