নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের বদলি জনিত বিদায় ও নবাগত নির্বাহী অফিসার কামাল উদ্দিনকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার (৮জুলাই) দুপুরে নাচোল উপজেলা নির্বাহী অফিসার পদে মোঃ কামাল উদ্দিন ৩২তম (বিসিএস)উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। বিদায়ী নির্বাহী অফিসার নীলুফা সরকার বিএমডিএ রাজশাহীতে সচীব পদে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি)সুলতানা রাজিয়া,কৃষি অফিসার সলেহ আকরাম, মৎস্য অফিসার ইমরুল কায়েশ, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : অলিউল হক ডলার, মোবাইল: ০১৭১৮-৩১৯৫৭১
বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
নাচোল বাজার, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত