নিজস্ব প্রতিবেদক ঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫টার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাচোল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল রেজিস্ট্রি অফিস থেকে শুরু পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাচোল বাসস্ট্যান্ড মোড় গোল চত্তরে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি দলীয় মনোনায়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট শিল্পপতি আব্দুস সালাম তুহিন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধাণ সম্পাদক ও নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ার্যান আবু তাহের খোকন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপি নেতা মানিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহম্মেদ ও সাবেক ছাত্রদল নেতা আসগার হাসান রোমিওসহ অন্যান্যরা। প্রধান বক্তা আবু তাহের খোকন বলেন, আজকে এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করা প্রায় ৪হাজার লোকের উপস্থিতি প্রমান করে আমরা নাচোলবাসী ফিলিস্তিনি বাসীদের ব্যাথায় ব্যাথিত। তিনি অনতিবিলম্বে ফিলিস্তিনির গাজাবাসীরদের উপর বর্বারাচিত নারী ও শিশুদের প্রতি নৃশংস হামালা ও হত্যা বন্ধের জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। প্রধান অতিথি তুহিন বলেন, আমরা সকল মুসলিম ভাই ভাই। এক মুসলিম ভাইদের প্রতি হামলা আমরা বসে থাকতে পারিনা। এর প্রতিবাদ না জানালে পরকালে আমাদের জিবাব দিতে হবে। তিনি মুসলিম রাষ্ট্র প্রধানদের দৃষ্টি আকর্ষন করেন বলেন, ঐক্যবদ্ধ হয়ে এ বর্বারাচিত হামলার প্রতিবাদ এবং অনতিবিলম্বে এ হামলা বন্ধের দাবী জানান। প্রধান অতিথি আগামী দিতে যেকোন জাতীয় ও আর্ন্তজাতিক কর্মসূচী বাস্তবায়নের জন্য দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। পথসভা শেষে ফিলিস্তিনি গাজাবাসী, দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করা হয়।