নাচোল পৌর জামায়াতের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৪টায় বেগম মহসিন ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে বাংলাদেশ জামাতে ইসলামী পৌর শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুরো জামাতের আমির মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির ইয়াকুব আলী,ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মহাইমিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন জামাত নেতা নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ডাক্তার রফিকুল ইসলাম খলিলুর রহমান, মাওলানা রইশ উদ্দিন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ ছাত্রশিবিরের নেতাকর্মীবৃন্দ। আলোচনা শেষে বিভিন্ন খেলাধুলার বিজয়দের মাঠে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর জামায়াতের সহ-সেক্রেটারী ইসমাইল হোসেন।
বক্তারা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়, বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরণের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়। ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। ইসলামের বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ইসলামের পতাকাতলে সকলকে আসার উদাত্ত আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : অলিউল হক ডলার, মোবাইল: ০১৭১৮-৩১৯৫৭১
বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
নাচোল বাজার, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত