নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার বিকাল ৫টায় নাচোল ইউনিয়নের ভোলামোড় সালাফিয়া মাদ্রাসা প্রাঙ্গনে তাইজুল ইসলাম দুলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শাজাহান আলী মেম্বার, পৌর বিএনপি নেতা আমিনুল ইসলাম, বিএনপি নেতা তাজিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহম্মেদ, চাঁপাইনবাবগঞ্জ কোকো ক্রীড়া সংগঠনের সহসভাপতি তরিকুল ইসলাম, পৌর বিএনপি নেতা মানিরুল ইসলাম, নাচোল সদর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আওয়াল, আজিজুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক আসগার হাসান রোমিও। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আসিফ মিয়া। আলোচনা শেষে ইফতারের পূর্বে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ও দেশ জাতির কল্যান কামনায় দোয়া পরিচালনা মাওঃ মোঃ ইব্রাহীম।