অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলের আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।”মে দিবস দিচ্ছে ডাক,বৈষম্য নিপাত যাক” এই প্রতিপাদ্যকে উপজীব্য করে বুধবার সন্ধ্যায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে রেলস্টেশন প্লাটফর্মে উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি শাজাহান আলী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি(প্রস্তাবিত) মিজানুর, সাধারণ সম্পাদক আঃ রহিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহম্মেদ, নাচোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল। এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা প্রভাষক মনিরুল ইসলামের, আসিফ মিয়া, আব্দুর রহিম,আব্দুল হাকিম ভগু মোড়ল, তরিকুল ইসলাম, আব্দুর রশিদ বজলু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চলা করেন পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক আতাউর রহমান। প্রধান অতিথি শ্রমিক দিবসের প্রতিপাদ্য তুলে ধরে বক্তব্য দেন। তাছাড়া অন্তরবর্তকালীন সরকারের কর্মকান্ডের সমালোচনার পাশাপাশি অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের দাবী জানান।