অলিউল হক ডলারঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় মনোনায়ন প্রত্যাশী ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২(নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে এমপি প্রার্থী প্রকৌশলী ইমদাদুল হক মাসুদ নাচোলের স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময়সভা করেছেন। সোমবার সকাল ১০টায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে এসএনএস ক্যাফেতে সাংবাদিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছেন । তিনি নাগরিকের অধিকার প্রতিষ্ঠাতায় সাংবাদিক ও রাজনৈতিবিদদের করনীয় সম্পর্কে আলোচনা করেন। প্রকৌশলী মাসুদ বুয়েট আহসান উল্লাহ হলের সাবেক ভিপি ছিলেন। তিনি দীর্ঘদিন উন্নয়নমূলক কাজের সাথে সম্পৃক্ত আছেন। তিনি বলেন, এই আসনের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে সুখে দুঃখে থেকে উন্নয়নমূলক কাজের সহযোগীতা চলমান রয়েছে। দলীয় মনোনায়ন না পেলেও তিনি দলীয় মনোনীত প্রার্থীর সাথে কাজ করবেন বলে জানান। বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও দেশ নায়ক তারেক রহমানের মঙ্গল কমানা করেন।