আব্দুর রাজ্জাক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৫টায় ভূজইল দাখিল মাদ্রসা প্রাঙ্গনে নাচোল ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শাজাহান আলী মেম্বর, পৌর বিএনপি নেতা আমিনুল ইসলাম, আতাউর রহমান, তাজিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা কোকো ক্রীড়া সংগঠন এর সহসভাপতি তরিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বজলুর রশীদ, পৌর বিএনপি নেতা মনিরুল ইসলাম, নাচোল ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আওয়াল, আজিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ। বক্তারা আগামীদিনে বেগম খালেদা ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা আহবান জানান। এছাড়া বাংলাদেশকে বিনির্মানের জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করার লক্ষে নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করতে বলেন।