অলিউল হক ডলার,নাচোল:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার ৮১তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শ্রীরামপুর বিএনপির কার্যালয় চত্তরে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক ভাইসচেয়ারম্যান আবু তাহের খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২আসনের বিএনপি দলীয় মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব আব্দুস সালাম তুহিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি প্রভাষক মনিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী মেম্বার, ফতেপুর ইউনিয়ন বিএনপি নেতা মিজানুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহম্মেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন অংসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রধান অতিথি বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গনতন্ত্রের মুক্তির জন্য আপোষহীন নেত্রী। তিনি স্বৈরশাসক এরশাদ ও ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে কঠোর অবস্থান নেন। তিনি বাংলাদেশর মানুষকে ভালোবাসেন বলেই তিনি মুচলেকা দিয়ে ত্যাগ করার প্রস্তাব পত্যাখান করেন। তিনি দৃঢ় কন্ঠে বলেন জন্ম আমার এই দেশে মৃত্যু হবে আমার এই দেশে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধান শীষ প্রতীককে বিজয় করার জন্য নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেন। অনুষ্ঠানের সভাপতি খোকন বলেন, বিএনবি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গনতন্ত্রের মা। গণতন্ত্র যখন হুমকির মুখে তখন তিনি লড়াই সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেন। তিনি কখনও দেশ বিক্রি করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেননা। দেশকে ভালোবেসে তিনি দেশে অবস্থান করেছেন এবং নেতাকর্মীদের বিভিন্নভাবে সাহস জোগিয়েছেন। দেশকে উন্নত করতে হলে রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে রাখতে হবে। তাই বিএনপির হাতকে শক্তিশালী করতে সকলকে এক যোগে কাজ করতে হবে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান। আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কমানায় ও দেশের কল্যাণে দোয়া পরিচালনা করা হয়।