অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মসজিদের ভেতর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) সকাল ৭টার দিকে সদর ইউনিয়নের গনইর গ্রামে কারিতাস অফিসের পাশে ওয়াক্তিয়া জামে মসজিদের ভেতরে লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্থানীয় মুসল্লিরা বলেন, ফজরের নামাজের সময় ওই ব্যক্তিকে ময়লা কাপড় পরে মসজিদের বাইরে বসে থাকতে দেখা পায়। মুসুল্লিরা নামাজ পড়ে চলে যাওয়ার কিছুক্ষণ পর তার লাশ মসজিদের ভেতরে পাওয়া যায়। মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।