অলিউল হক ডলার :
চাঁপাইনবাবগঞ্জের খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় পরিদর্শন করেছেন নাচোল উপজেলার নবাগত নির্বাহী অফিসার কামাল হোসেন। বৃহস্পতিবার দুপুর দুইটাই মধ্যাহ্নভোজ শেষে প্রধান শিক্ষকের কার্যালয়ে শিক্ষক মন্ডলী ও সাপোর্টিং স্টাফদের সাথে বিষয় নিয়ে মতবিনিময় করেন। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম।এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান,
মালয়েশিয়া প্রবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক সেলিনা খাতুন প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষ্যে শিক্ষকদের দিকনির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন। এছাড়া উপস্থিত শিক্ষার্থীদের পড়ালেখার মান বৃদ্ধি ও জাতি গঠনে নারীদের ভূমিকা নিয়ে কথা বলেন। পরিশেষে স্কুলের অবকাঠামো ও উপকরণ পরিদর্শন করেন।