১৮/০৮/২৫
নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহ/২৫ এর উদ্বোধন
নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় মৎস্য সপ্তাহ/২৫ এর উদ্বোধন হয়েছে।
সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তর থেকে একটি র্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ পুকুরে পোনা অবমুক্ত করে উপজেলা পরিষদ মিলনায়তনে সিনয়ির উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েশ এর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ’মি) সুলতানা রাজিয়া, উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা কাওসার আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান। এছাড়া উদ্যোক্তাদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ফারুক হোসেন ও মোঃ হেলিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। আলোচনা শেষে ৩জন সফল মৎস্য চাষী মোঃ ফারুক হোসেন, মোঃ হেলিম ও আনারুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।