গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রথম স্থান অর্জন নাচোলের কসবা ইউনিয়ন পরিষদ।
অলিউল হক ডলার:
চাঁপাইনবাবগঞ্জ জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় সভায় গ্রাম আদালত পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রথম স্থান অর্জন করেছে নাচোল উপজেলার ১নং কসবা ইউনিয়ন পরিষদ। গ্রাম আদালত সঠিকভাবে পরিচালিত হলে আদালতে মামলার জট কমবে। অন্যদিকে সুশাসন প্রতিষ্ঠিত হবে বলে সচেতন মহল মনে করছেন।